Recipe of Speedy Egg 65

Recipe of Speedy Egg 65
Recipe of Speedy Egg 65

Egg 65 Recipe. How to set it up? What are the ingredients? Cooking tips and more… This is one of my favourite food recipe, this time i will make it a little bit tasty.

For truly egg-cellent egg puns and jokes, check out this list. Why did the chicken cross the internet?

Here is the best “Egg 65” recipe we have found until now. This will be really delicious.

Ingredients of Egg 65

  1. Make ready 6 of টা ডিম.
  2. Prepare 4 of কোয়া রসুন.
  3. You need 6 of টা কাঁচালঙ্কা.
  4. It’s 10 of টা কাজুবাদাম.
  5. Take 2 of টেবিল চামচ ময়দা.
  6. Take 2 of টেবিল চামচ ব্রেড‍ক্রামস্.
  7. Prepare 10 of টা কারী পাতা.
  8. Prepare 3 of টেবিল চামচ ধনেপাতা কুচি.
  9. You need 2 of চামচ টমেটো সস.
  10. Prepare 1 of চামচ শুকনো লঙ্কা গুঁড়ো.
  11. You need of পরিমাণমতো নুন.
  12. Prepare 6 of কাপ সাদা তেল ভাজার জন্য, 2 টেবিল চামচ তেল সস এর জন্য.
  13. You need 2 of টো ছোট পেঁয়াজ কুচি.

Egg 65 step by step

  1. ডিম গুলো সেদ্ধ করে ডিমের সাদা অংশ কুচি করে কেটে নিতে হবে.
  2. কুচি ডিমে এক এক করে লঙ্কা গুঁড়ো,নুন,পেঁয়াজ কুচি,রসুন কুচি, লঙ্কা কুচি,কারীপাতা কুচি,ময়দা ও ব্রেড ক্রামস দিয়ে মেখে নিতে হবে.
  3. এরপর ওতে একটা কাঁচা ডিমের সাদা অংশ ও সেদ্ধ ডিম গুলির কুসুম ভেঙে ভালো করে মেখে নিতে হবে.
  4. কড়াইতে তেল গরম করে মাখা ডিম ছোট ছোট বলের আকার গড়ে নিয়ে ভেজে নিতে হবে.
  5. অন্য পাত্রে অল্প তেল গরম করে ওতে রসুন কুচি,শুকনো লঙ্কা কারীপাতা ফড়োন দিয়ে টমেটো সস,কাজুবাদাম, নুন দিয়ে একটা সস বানাতে হবে।।.
  6. এরপর ওতে ভেজে রাখা বল গুলো দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে পরে কাঁচালঙ্কা কুচি,ধনেপাতা কুচি দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করতে হবে.